Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বেঙ্গল মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম। 

মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবার নাম সাহাবুদ্দিন।

নিহতের ভাই ফরহাদ রেজা আজকের পত্রিকাকে বলেন, রোববার রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখম হন। মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মুরাদ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনেরা আহাজারি করছেন। তাঁদের দাবি যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক। 

নিহতর স্ত্রী ঋতু বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’

অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মুরাদের মৃত্যুর সংবাদ তার স্বজনদের জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। এখনো কোনো মামলা হয়নি। তবে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

‘মেয়ের শ্বশুরবাড়ির ছাওয়ালগুলোর চরিত্র ভালো না, আমরা জানতাম না’

মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ, ধর্ষকদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর দাবি

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদনাম ঘোচাতে কঠোর, তবু থামছে না দখল

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো