Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

২০ বছর পর সাদেককে খুঁজে পেল পরিবার

মোরেলগঞ্জ প্রতিনিধি

২০ বছর পর সাদেককে খুঁজে পেল পরিবার

বাগেরহাটের মোরেলগঞ্জে সাদেক আলী বিশ্বাস (৫৪) নামের এক ব্যক্তিকে ২০ বছর পর পরিবারের সদস্যরা খুঁজে পেয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ থানার পুলিশের কাছ থেকে তাঁকে বুঝে নেন ছোট ভাই নুরুল ইসলাম বিশ্বাস।

মস্তিষ্ক বিকৃতজনিত কারণে ২০ বছর আগে সাদেক আলী পরিবার থেকে হারিয়ে যান। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার খর্দ্দ ধোপাদী গ্রামের মহর আলী বিশ্বাসের ছেলে। মোরেলগঞ্জে কর্মরত কালীগঞ্জের এক পুলিশ কর্মকর্তার নজরে পড়ায় ঠিকানা পাওয়া যায় সাদেক আলীর।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজের পর থেকেই মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের মাঝিবাড়ি এলাকায় খাদিজা বেগম (৫৫) নামের এক দরিদ্র বিধবা নারীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে ওঠেন। খাদিজা বেগম সেখানে তাঁর খাওয়া-পরার ব্যবস্থা করেন। কালীগঞ্জ এলাকার পুলিশের এসআই নুরুল ইসলাম ঘটনাটি জানতেন। সম্প্রতি তিনি মোরেলগঞ্জ থানায় বদলি হন। সেখানে মাঝিবাড়ি এলাকায় একদিন তিনি সাদেক আলীকে ঘোরাফেরা করতে দেখেন। এরপর সাদেক আলীর ছবি তুলে কালীগঞ্জের এক সাংবাদিকের মাধ্যমে পরিবারকে জানান তিনি। ছবি দেখে সাদেক আলীকে তাঁর ভাই চিনতে পারেন। আজ শনিবার পুলিশের মাধ্যমে সাদেক আলীকে পরিবারের কাছে হস্তান্তরের সময় কান্নায় ভেঙে পড়েন হতদরিদ্র বিধবা খাদিজা বেগম। সাদেক আলীও যেতে রাজি ছিলেন না।

এ সময় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুর রহমান, চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু ও এসআই নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট