Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মাগুরায় ছাত্রদল নেতার মোবাইল ফোনে ভোটকেন্দ্রে নাশকতার ছক: পুলিশ

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ছাত্রদল নেতার মোবাইল ফোনে ভোটকেন্দ্রে নাশকতার ছক: পুলিশ

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মাগুরা জেলা ছাত্রদলের সহসভাপতি সজিব শেখকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর মোবাইল ফোনে ভোটকেন্দ্রে নাশকতার বিস্তারিত ছক ছিল বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা।

‘গোপন সংবাদের ভিত্তিতে’ মাগুরা শহরের পুলিশ লাইনস এলাকার মো. মোসলেম শেখের ছেলে সজিবকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার পুলিশ সুপার সাংবাদিকেদের এসব তথ্য জানান।

পুলিশ সুপার মশিউদ্দৌলা বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি আগে থেকেই দুটি মামলার আসামি, সে পলাতক ছিল। তার মোবাইল ফোন থেকে আমরা জানতে পারি, সে নাশকতার পরিকল্পনা করছিল। তার পরিকল্পনা ছিল ভোটের দিন নাশকতা করার এবং মানুষকে ভয়ভীতি দেখানোর। নির্বাচনের দিন ভোটারদের ভয়ভীতি ও হরতাল পালনে নিজস্ব তৈরি হাতবোমা, সাউন্ড গ্রেনেড ও পটকা ফোটানোর পরিকল্পনা করা হচ্ছিল।’

এসপি আরও বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত তিনটি করে হাতবোমা মারার পরিকল্পনা করা হয়। গুল্টি ও কাচের বল দিয়ে হামলা করাসহ পুলিশের ওপর হামলারও পরিকল্পনা করা হচ্ছিল। এসব নাশকতার জন্য দুই লাখ টাকা কেন্দ্র থেকে পেয়েছে। বাকি টাকা মাগুরার বিএনপির দুই নেতা মনোয়ার হোসেন খান ও আলী আহমেদ দেবে বলে তথ্য পেয়েছে গোয়েন্দা বাহিনী।’

সজিবের মোবাইল ফোনের বিভিন্ন সামাজিক সাইটের চ্যাট বক্সে নাশকতা করার নানা পরিকল্পনার তথ্য মিলেছে বলেও পুলিশ সুপার মশিউদ্দৌলা দাবি করেন। 

জেলা ছাত্রদলের নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগের বিষয়ে জেলা বিএনপির কিংবা ছাত্রদলের কোনো শীর্ষ নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজার ৬৮ সদস্য দায়িত্ব পালন করবেন বলে পুলিশ সুপার সাংবাদিকদের জানান।

যশোরে কৃষি উন্নয়নে স্থাপনা নির্মাণ: ৪১ কোটির তিন প্রকল্প জলে

রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন, মুছে দিল উপজেলা প্রশাসন

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

কার্ডিওগ্রাফার দেখছেন রোগী

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাবা–মায়ের শেষকৃত্য, জানল না আরাধ্য

‘বাবা আমারে কয়ে থুয়ে গেছিলো, তুই থাকিস আমি আসবনে’