Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের মামলা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের মামলা

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ছয়জনের নামে মামলা করা হয়েছে। কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের অভিযোগে গতকাল সোমবার যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

এদিকে মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান।

মামলার আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, আকিবুল হোসাইন, মাহাবুর হাসান বরি, আজহারুল ইসলাম মিথুন ও আব্দুল জব্বার।

যশোর জজকোর্টের আইনজীবী মোহাম্মদ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী মনিরুল ইসলাম মামলায় উল্লেখ করেছেন, বিবাদী সেলিম রেজা সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত ১৯ মে নির্বাচনী পথসভায় তিনি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। বক্তব্যে উপজেলা চেয়ারম্যানকে মাদকসেবী ও মাদক কারবারি বলে উল্লেখ করা হয়। সেই বক্তব্য অন্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

সুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

কমিশন বাড়ানোর দাবিতে কুয়েটের দুই প্রকৌশলীকে মারধরের হুমকি ঠিকাদার বিএনপি নেতার

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিন সুপারিশ

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবি

বালুভর্তি বস্তার নিচে মিলল শিশুর লাশ