হোম > সারা দেশ > যশোর

উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের মামলা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ছয়জনের নামে মামলা করা হয়েছে। কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের অভিযোগে গতকাল সোমবার যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

এদিকে মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান।

মামলার আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, আকিবুল হোসাইন, মাহাবুর হাসান বরি, আজহারুল ইসলাম মিথুন ও আব্দুল জব্বার।

যশোর জজকোর্টের আইনজীবী মোহাম্মদ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী মনিরুল ইসলাম মামলায় উল্লেখ করেছেন, বিবাদী সেলিম রেজা সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত ১৯ মে নির্বাচনী পথসভায় তিনি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। বক্তব্যে উপজেলা চেয়ারম্যানকে মাদকসেবী ও মাদক কারবারি বলে উল্লেখ করা হয়। সেই বক্তব্য অন্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের