যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইখলাস (৫৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ইখলাস মাদকাসক্ত ছিলেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে ইখলাসের সঙ্গে ছেলে তারেক মোল্লার (৩০) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার পিতার মাথায় আঘাত করেন। এ সময় পরিবারের সদস্যরা ইখলাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইখলাসের।’
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গভীর রাতে ছেলে তারেককে আটক করেছে পুলিশ।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার বলেন, মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।