কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় একটি আঞ্চলিক সংস্থার কিস্তি আদায় করে রাতের আঁধারে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সবুজ আলী (৩৫) নামের এক যুবক। পথিমধ্যে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। জখম অবস্থায় তিন কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের কাদিরপুর ব্রিজের ওপর হামলার ঘটনাটি ঘটেছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ ঘটনাটি শুনেছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সবুজ আলী দিশা নামের আঞ্চলিক সংস্থার শোমসপুর শাখার ব্যবস্থাপক। তিনি শোমসপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন। সবুজের বাড়ি জেলার মিরপুর উপজেলার মশান গ্রামে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান হাতের ও পিঠের একাধিক স্থানে ক্ষত হওয়ায় প্রায় ২৫টি সেলাই দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সবুজ আলী জানান, কিস্তি আদায় করে পৃথক দুটি মোটরসাইকেলে তিনিসহ সংস্থার তিনজন খোকসা থেকে শোমসপুরে ফিরছিলেন। কাদিরপুর ব্রিজের কাছে এলে টর্চলাইট জ্বেলে তাঁর গাড়ির গতিরোধ করা হয়। মুহূর্তের মধ্যে ৮-৯ জন তাঁর ওপর হামলা চালান। অবস্থা বেগতিক বুঝে তিনি মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর ওপর পেছন থেকে হামলা চালান।
সবুজ আলী আরও জানান, দুর্বৃত্তরা তাঁর পেছনে প্রায় ৩০০ গজ তেড়ে আসে। প্রায় তিন কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে মেসে গিয়ে পৌঁছান তিনি। হামলাকারীরা সবুজ আলীর মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা-পয়সা নেওয়ার চেষ্টা করেনি। শুধু হামলা করেছে। মামলা বা প্রশাসনিক বিষয়ে তাঁর সংগঠনের কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।
হামলা হওয়ার পর জখম হয়ে তিন কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে সবুজ আলী ভাড়া বাসায় ফেরেন বলে জানান দিশার আঞ্চলিক শাখার ব্যবস্থাপক চাঁদ মিয়া। তিনি বলেন, ‘এই হামলার কারণ জানার চেষ্টা করছি। তবে সংস্থার কোনো সদস্যের সঙ্গে তাঁর বিরোধ নেই, যে কারণে আক্রোশ থেকে হামলা হতে পারে। এ নিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সব বিষয়ে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদুল হাসান জানান, ‘সবুজ আলীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত বেশি। তাঁর হাত ও পিঠে প্রায় ২৫ টির বেশি সেলাই দেওয়া হয়েছে।’