Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

যশোরে করোনায় আর উপসর্গে ২ জনের মৃত্যু

যশোর (খুলনা) প্রতিনিধি

যশোরে করোনায় আর উপসর্গে ২ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন আর উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৬ দশমিক ২৭ শতাংশ। জেলায় বর্তমানে মোট ১ হাজার ৯৫৪ জন রোগী রয়েছেন। 

যশোরের সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। 
 
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান (৭৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। এ ছাড়া উপসর্গ নিয়ে ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহের মহেশপুরের রাশিদা বেগম (৭৫)। এ ছাড়া হাসপাতালের রেড জোনে ১৬ এবং ইয়েলো জোনে ১৭ জন চিকিৎসাধীন। 

যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, আজ সোমবার প্রাপ্ত ফলাফলে যশোরে ৩১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। তার মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ১৩৩ জনের মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোর সদরে ৮৫, ঝিকরগাছায় ১২, অভয়নগরে ৩, শার্শা ও চৌগাছায় ৫ এবং কেশবপুর ও মনিরামপুরে ৩ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৩ হাজার ৯৬৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৫২০ জন। 

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

কমিশন বাড়ানোর দাবিতে কুয়েটের দুই প্রকৌশলীকে মারধরের হুমকি ঠিকাদার বিএনপি নেতার

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিন সুপারিশ

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবি

বালুভর্তি বস্তার নিচে মিলল শিশুর লাশ

বাগেরহাটে রমজানে বেগুনে আগুন, ছোলা-খেজুর-চিনিতে স্বস্তি