Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ব্রাজিল সমর্থকদের টক্কর দিতে আর্জেন্টিনার ৫০০ হাত লম্বা পতাকা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

ব্রাজিল সমর্থকদের টক্কর দিতে আর্জেন্টিনার ৫০০ হাত লম্বা পতাকা

যশোরের কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামে গত শুক্রবার ব্রাজিলের সমর্থকেরা ৩৫০ হাত লম্বা পতাকা প্রদর্শন করে। এক সপ্তাহের ব্যবধানে আজ শুক্রবার বিকেলে তাদেরকে টক্কর দিতে ওই গ্রামেই ৫০০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছে আর্জেন্টিনার সমর্থকেরা। উপজেলার জাহানপুর গ্রামের বাজার সংলগ্ন সড়কে এ পতাকা প্রদর্শন করা হয়।

আসন্ন কাতার বিশ্বকাপ নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা এখন এলাকাবাসীর কাছে প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

জাহানপুর দাসপাড়া আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আহ্বায়ক ভক্ত দাস, যুগ্ম আহ্বায়ক লক্ষণ দাস, বিপুল দাস, মিলন দাস, জয়দেব দাসসহ অসংখ্য ভক্ত-সমর্থকেরা দলটিকে ভালোবেসে নিজেদের টাকা খরচ করে ৫০০ হাত লম্বা এ পতাকা তৈরি করে। পতাকা প্রদর্শনকালে দলটির ভক্ত-সমর্থকেরা উল্লাস করতে থাকে। এমনকি পথচারীরা দাঁড়িয়েও এ দৃশ্য দেখতে থাকেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক লক্ষণ দাস বলেন, ‘জাহানপুর গ্রামে ব্রাজিলের সমর্থকদের তৈরি করা ৩৫০ হাত লম্বা পতাকাকে টক্কর দিতে আর্জেন্টিনা দলের ৫০০ হাত লম্বা পতাকা প্রদর্শন করা হয়েছে।’

এ সংগঠনের আহ্বায়ক ভক্ত দাস বলেন, ‘ফুটবলের ঈশ্বর ম্যারাডোনার দল আর্জেন্টিনা। এ দলে খেলছে ফুটবলের জাদুকর লিওনেল মেসি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কোপা জিতেছে। এবার কাতার বিশ্বকাপও জিতবে। আর এ দলের প্রতি ভালোবাসা থেকেই ৫০০ হাত লম্বা পতাকা তৈরি করা হয়েছে।’

ব্রাজিলের সমর্থক জাহানপুর গ্রামের নয়ন দাস বলেন, ‘ব্রাজিল দলকে সমর্থন জানাতে গত শুক্রবার ৩৫০ হাত লম্বা পতাকা উত্তোলন করা হয়েছে। তাদের দেখাদেখি আর্জেন্টিনার সমর্থকেরাও ওই দলের পতাকা তৈরি করেছে। তবে এবারের বিশ্বকাপে ভালো খেলে ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।’

আমরা সাজাব কেশবপুর সংগঠনের সহসভাপতি উপজেলার মূলগ্রামের মেহেদী হাসান শিমুল বলেন, ‘ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পছন্দের দলকে সমর্থন করতে গিয়ে জাহানপুর গ্রামে ব্রাজিলের সমর্থকেরা ৩৫০ হাত ও আর্জেন্টিনার সমর্থকেরা ৫০০ হাত লম্বা পতাকা প্রদর্শন করায় এলাকায় মুখরোচক আলোচনায় চলছে। তবে খেলাকে কেন্দ্র করে অতিরঞ্জিত কিছু করতে গিয়ে যেন হিতে বিপরীত না হয়। খেলাকে উপভোগ করতে হবে।’

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার