Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দর উন্নয়নে ৬ হাজার কোটি টাকার প্রকল্পের চুক্তি স্বাক্ষর

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দর উন্নয়নে ৬ হাজার কোটি টাকার প্রকল্পের চুক্তি স্বাক্ষর

বাগেরহাটের মোংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার ১৪ কোটি টাকার প্রকল্পের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্প’ নামে ওই প্রকল্পের চুক্তি স্বাক্ষর করা হয়। 

এই মেগা প্রকল্পে রয়েছে-কন্টেইনার টার্মিনাল নির্মাণ, কন্টেইনার হাণ্ডেলিং ইয়ার্ড নির্মাণ, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড নির্মাণ, সিকিউরিটি সিস্টেমসহ সংরক্ষিত এলাকা সম্প্রসারণ, সার্ভিস ভেসেল জেটি নির্মাণ, আটটি জলযান সংগ্রহ, বন্দর আবাসিক কমপ্লেক্স ও কমিউনিটি সুবিধাদি (১৩টি সুউচ্চ ভবন), বন্দর ভবনের সম্প্রসারণ, মেকানিক্যাল ওয়ার্কশপ, যন্ত্রপাতিসহ স্লিপওয়ে ও মেরিন ওয়ার্কশপ কমপ্লেক্স নির্মাণ, দিগরাজে রেলক্রসিং ওভারপাস, মোংলা বন্দরের বিদ্যমান রাস্তা ৬ লেন পর্যন্ত সম্প্রসারণ এবং বহুতল কার ইয়ার্ড নির্মাণ। 

আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্পের প্রধান অঙ্গের মধ্যে রয়েছে-কন্টেইনার ইয়ার্ড, কন্টেইনার জেটি-বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার, হ্যান্ডেলিং ইকুইপমেন্ট, ইউটিলিটি ওয়ার্কস, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড নির্মাণ, বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার, হ্যান্ডেলিং ইকুইপমেন্ট ও ইউটিলিটি ওয়ার্কস। এ ছাড়াও এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু আবাসিক সুবিধা নিশ্চিত করা হবে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরের এই মেগা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১৪ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে রয়েছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে ১ হাজার ৫৫৫ কোটি ২০ লাখ ও প্রকল্প সাহায্য ৪ হাজার ৪৫৯ কোটি ৪০ লাখ টাকা। ২০২৪ সালের ৩০ জুলাই প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি। 

মোহাম্মদ মুসা আরও বলেন, ‘এই প্রকল্পটি খুবই গুরুত্বের সঙ্গে আমরা বাস্তবায়ন করব। আপগ্রেডেশন প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা কয়েক গুন বৃদ্ধি পাবে। আশা করছি, সকলের সহযোগিতায় এ প্রকল্পটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে পারব।’ 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ইন্ডিয়ান হাইকমিশনার প্রণয় ভার্মা, এজিস গ্রুপের সিইও লরেন্ট জার মেইনসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

জানা গেছে, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও ইজিস ইন্ডিয়া কন্সালটিং ইঞ্জিনিয়ার্স প্রা. লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এবং ইজিস ইন্ডিয়া কন্সালটিং ইঞ্জিনিয়ার্স প্রা. লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ গোলাতি এ চুক্তিতে স্বাক্ষর করেন। 

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে