হোম > সারা দেশ > খুলনা

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

পুলিশ বলছে, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তাকে গুলি করা হতে পারে। রাকিবের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে। সে শহরের শংকরপুর সার গোডাউন এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

হাসপাতাল সূত্র ও আহতদের স্বজনেরা জানান, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতাল এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে। এসময় বাঁচার জন্য পালাতে গেলে তারা বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত ১০টার পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমন, তানভীর ও সাব্বিরসহ কয়েকজন এই হামলায় জড়িত বলে হাসপাতালে কর্তবরত পুলিশ সদস্যদের কাছে অভিযোগ করেছেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ভাইপো রাকিবের বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ একাধিক হত্যা ছাড়াও অন্তত ২৪টি মামলা রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানিয়েছেন, আহত রাকিবের বুকে দুই পাশে দুটি গুলি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।

তিনি বলেন, ঢাকার রেফার্ডের আগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে স্থানীয় কিছু সন্ত্রাসীদের নাম জানিয়েছে। সেই নাম ধরে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। রাকিবের বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে।’

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

সেকশন