Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় ফেনসিডিলসহ ভারতীয় যুবক গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছায় ফেনসিডিলসহ ভারতীয় যুবক গ্রেপ্তার

যশোরের চৌগাছায় ফেনসিডিলসহ দীপঙ্কর সাঁতরা নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আটক যুবক ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মশ্যামপুর এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় উপজেলার পাঁচপীরতলা বিওপির হাবিলদার জয়নাল আবেদীন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় মামলা নথিভুক্ত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের মামলায় দীপঙ্করকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কাল (বুধবার) তাকে যশোর আদালতে পাঠানো হবে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চৌগাছা থানাধীন কুলিয়া গ্রামের মেইন পিলারের ৪৭ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে ৪৭ মেইন পিলার দিয়ে বাংলাদেশের ভেতরে ধান খেতের আইল দিয়ে এক ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে আসছে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। 

এ সময় ওই যুবক দৌড়ে পালাবার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটকের পর তার কাছে থাকা বস্তা থেকে ১০০ এমএল ওজনের ৯৯ বোতল ফেনসিডিল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ভারতীয় একটি এয়ারটেল মোবাইল সিম, ভারতীয় নির্বাচন কমিশন ও নির্বাচকের সচিত্র পরিচয়পত্র উদ্ধার করা হয়।

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ