কুষ্টিয়ার মিরপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় হোসাইন মালিথা (২৯) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হোসাইন মালিথা মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামের ডালিম মালিথার ছেলে। তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, আজ বিকেলে কাজ শেষে মিরপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তালতলা এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় সড়কে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়েন হোসাইন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে হোসাইনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান বলে জানান ওসি।