কুষ্টিয়ার খোকসায় ম্যাজিক লিচু (কোম্পানির তৈরিকৃত লিচু) নিয়ে খেলতে গিয়ে গলায় আটকে হুসাইন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু হুসাইন খোকসা উপজেলার প্রোপগ্রামে মোহাম্মদ রিফাত আলীর ছেলে।
নিহত হুসাইনের বাবা মোহাম্মদ রিফাত আলী বলেন, শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় হুসাইন ম্যাজিক লিচু নিয়ে খেলার সময় হঠাৎ গলায় আটকে যায়। এ সময় তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোকসা হাসপাতালের চিকিৎসক পথিক সাহা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। তার অভিভাবকের কাছ থেকে জানতে পেরেছি শিশুটির গলায় একটি কোম্পানির তৈরি করা লিচু আটকে যাওয়ার পর সে জ্ঞান হারিয়ে ফেলে।