মেয়ের বাড়িতে আম পাঠাতে চেয়েছিলেন যশোরের কেশবপুরের ইদ্রিস আলী (৬৮)। কিন্তু সেই শখ আর পূরণ হয়নি। আম পাড়তে গাছে ওঠেন তিনি। গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। আজ সোমবার সকালে উপজেলার মাগুরখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইদ্রিস আলী ওই গ্রামের মৃত ইউসুফ আলী গাজীর ছেলে।
মাগুরখালী বাজার কমিটির সভাপতি ও বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের শিক্ষক মোস্তফা কামাল লিটন বলেন, ‘ইদ্রিস গাজী মেয়ের বাড়িতে আম পাঠানোর জন্য নিজেদের গাছে ওঠেন। অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গিয়ে মারা যান তিনি।’
মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের মাগুরখালী ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান জনান, ওই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোক বিরাজ করছে।