হোম > সারা দেশ > খুলনা

অননুমোদিত আইসক্রিম কারখানা বন্ধ করল প্রশাসন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে অননুমোদিত একটি আইসক্রিম কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি বন্ধ দেন। একই সঙ্গে কারখানার মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের জহুরুল ইসলাম বাড়িতে অনুমোদন ছাড়াই ‘প্রাইম আইসক্রিম’ নামে একটি কারখানা গড়ে তুলে চকবার, ললিস, দুধের মালাই, রোবোসহ নানা ধরনের আইসক্রিম তৈরি করছিল। এ আইসক্রিম স্থানীয় বাজারসহ যশোরের কেশবপুর, মনিরামপুর ও খুলনা জেলার চুকনগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কারখানার মালিক জহুরুল ইসলাম কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানাটি বন্ধ এবং মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমোদনহীন ওই আইসক্রিম তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়াসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আইসক্রিম তৈরির বিভিন্ন মালামাল জব্দ করা হয়।’

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন