মানুষের পাশের থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে যশোরে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় টাউন হল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে ‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’—এই স্লোগানে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সমবেত কণ্ঠে উদীচী সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
উদীচীর সহসভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাজ্জাদুর রহমান খান বিপ্লব। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান প্রমুখ। সঞ্চালনা করেন উদীচীর বন্ধু আসিফ নিপ্পন।
পরে গণসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন উদীচীর শিল্পীরা। এর আগে গতকাল শনিবার উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ৭৮ জন দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়।