Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

অবৈধ অনুপ্রবেশে চৌগাছায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

অবৈধ অনুপ্রবেশে চৌগাছায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

যশোরের চৌগাছায় জহির উদ্দিন (২০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার নারায়ণকাঠি গ্রামের হাসানুজ্জামানের ছেলে। 
 
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শাহাজাদপুর বিওপি সদস্যরা তাঁকে আটকের পর তাকে পুশব্যাকের জন্য কয়েক দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা করা হয়। চেষ্টা সফল না হওয়ায় গভীর রাতে তাঁকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়। 
 
মামলায় বিজিবি বলেছে, গতকাল বেলা ১১টার দিকে ইজিবাইকে শাহাজাদপুর বিওপির সামনের পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তাঁর কাছে কোনো ভারতীয় পাসপোর্ট নেই, অবৈধভাবে বিনা পাসপোর্টে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। তার কাছে ‘ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণ’ কার্ডের ফটোকপি পাওয়া যায়। পরে বিজিবি তাঁকে আটক করে। 

তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, জহির উদ্দিন বিনা পাসপোর্টে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেখান থেকে দেশে ফিরতে না পেরে একটি ইজিবাইকে চেপে চৌগাছা হয়ে বেনাপোল বন্দরের দিকে যাচ্ছিলেন ভারতে প্রবেশের জন্য। এ সময় শাহাজাদপুর বিওপির সামনের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে ভারতে পুশব্যাকের জন্য বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠকের চেষ্টা করে বিজিবি। এতে সফল না হয়ে অবশেষ দ্যা কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, শাহাজাদপুর বিওপির হাবিলদার কবির হোসেনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ