হোম > সারা দেশ > খুলনা

মাগুরার শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ শনিবার শ্রীপুর উপজেলায় শিশুটির কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এ সময় দরিদ্র পরিবারটির পক্ষ থেকে একটি পাকা ঘর চাওয়া হলে তিনি তা বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আপনাদের সব রকম সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকব।’

জামায়াত আমির সকাল সাড়ে ৯টার দিকে কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না। ৭ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই সঠিক আছে। এর এক দিনের বেশি সময় দেওয়া যাবে না।’

আসামিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের নেতা বলেন, ‘যেখানে বিচার প্রক্রিয়া চলমান সেখানে দোষী প্রমাণিত হওয়া সুযোগ দিতে হবে। মব সৃষ্টি হয়েছে, এটা থামাতে সকলের সহযোগিতা লাগবে। এটা অনেক আগে থেকে করা হয় এই দেশে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার। কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়।’

কবর জিয়ারত শেষে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে।’

ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।

এ সময় শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বেলা ১১টার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।

ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

ইবিতে জুলাইবিরোধী শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন

ইবিতে আ.লীগ সরকারের সময় নিয়োগে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি

ইবির বাংলা বিভাগের সভাপতি ড. রবিউলের পদত্যাগ

আমার যেমন কষ্ট হচ্ছে, আসামিদের মায়েদের কষ্ট হবে: আবরার ফাহাদের মা

অমতে বিয়ে, ৫ দিনের মাথায় তরুণীর ‘আত্মহত্যা’

ইজিবাইকচালক হাফিজুল হত্যার বিচার দাবি, বিক্ষোভ মিছিল

রাতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিচ্ছেন গাংনীর ইউএনও

হাইকোর্টে রায় বহাল থাকায় আবরার ফাহাদের মায়ের সন্তোষ প্রকাশ

খুলনায় হত্যা মামলার আসামি ‘চরমপন্থী’ শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত