যশোর প্রতিনিধি
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে যশোর–মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ও শহরতলির চাঁচড়া এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে খোকন (৩৫), পোস্ট অফিস পাড়া এলাকার হান্নান মোল্লার ছেলে শিমুল হোসেন (৩৪) এবং উপশহর এলাকার মনজুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (৩৬)।
স্থানীয়রা জানান, প্রাইভেটকার সার্ভিসিং শেষে টেস্ট ড্রাইভের জন্য সন্ধ্যায় খোকন ও আরমান এবং খোকনের ভাই লিটন একই প্রাইভেটকারে বের হন। যশোর–মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।