Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঈদের পোশাক কেনা হলো না বিপুলের, সড়কে গেল প্রাণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঈদের পোশাক কেনা হলো না বিপুলের, সড়কে গেল প্রাণ
নিহত বিপুল হোসেন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ঈদের পোশাক কিনতে যাওয়ার পথে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন।

পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় গতকাল বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম বিপুল হোসেন (১৮)। তিনি সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।

বিপুলের চাচাতো ভাই শাকিল জানান, ঈদের নতুন পোশাক কেনার জন্য বিপুলসহ তিনজন মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা শহরে আসছিলেন। পথে মুন্না মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে ইজিবাইকের চালক ও দুই যাত্রী মারাত্মকভাবে জখম হন। পরে তাঁদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, রাত ৮টার দিকে ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক হওয়ায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এখানে এক নারীকে ভর্তি রাখা হয়েছে।

বিপুলের মামাতো ভাই জান্টু বলেন, বিপুল বলছিল ইফতারের পর ঈদের পোশাক কিনতে চুয়াডাঙ্গায় যাবেন। কিন্তু তাঁর আর নতুন পোশাক কেনা হলো না। সে সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। বাড়ির সবার আদরেরও ছিলেন। তাঁর মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছে না।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রাত ১১টার দিকে বিপুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে সদর থানা-পুলিশ।

কালীগঞ্জে পেটে রড ঢুকিয়ে যুবককে হত্যা, রক্ষা করতে এসে শ্বশুর আহত

খুলনায় পাউবোর বাঁধ ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত

নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, গ্রেপ্তার ২

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন: দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক নেতা গ্রেপ্তার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরামপুরের সাবেক ইউপি সদস্য নিহত

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার

ঈদের দিন ‘মদ্যপানে’ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯

কুষ্টিয়ায় ১২ ঘণ্টায় সড়কে ঝরল মামা-ভাগনেসহ ৪ প্রাণ