বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে কোটা আন্দোলনের নামে বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তিকারীদের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বীর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত হোসেন প্রমুখ।
বক্তারা কোটা আন্দোলনের নামে বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তিকারীদের শাস্তি দাবি জানান। বীর মুক্তিযোদ্ধাদের কোটা বহাল রাখার পক্ষে বিভিন্ন যুক্তি দেন। বীর মুক্তিযোদ্ধাদের ওপর আঘাত এলে সে হাত ভেঙে ফেলাও ঘোষণা দেন তাঁরা।
মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।