Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমসাধু চালক মো. সেলিম (২৫) ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে রাফিয়া খাতুন (৪)।

হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আমিনুর রহমান বলেন, আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হিজলগাড়ী মাদ্রাসার কাছে চলন্ত আলমসাধু উলটে চালক সেলিম ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, দ্রুত গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে গেছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, জীবননগর উপজেলায় কচ্চাডাঙ্গা গ্রামে আলমসাধুর ধাক্কায় চার বছর বয়সী শিশু রাফিয়ার মৃত্যু হয়।

শাহাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মেহেদি বলেন, আজ রাত ৮টার দিকে রাস্তার পাশে খেলছিল রাফিয়া। এ সময় অন্ধকারে আলমসাধুর ধাক্কায় ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ক্যাম্পাসে ফিরলেন কুয়েট উপাচার্য, বাসভবনে আবারও তালা দেওয়ার চেষ্টা

জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া

ইবির শিক্ষার্থীবাহী বাস উল্টে ধানখেতে, আহত ২৫

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নানা সংকটে জর্জরিত মুরগি উন্নয়ন খামার

ফুটবলার থেকে চরমপন্থী নেতা

‘বন্দুকযুদ্ধের’ নামে ব্যবসায়ীকে হত্যা: সাতক্ষীরার সাবেক এসপিসহ ৭ জনের নামে মামলা

ননদ-ভাবির দ্বন্দ্বে ক্লিনিকে তালা

ইবিতে জিয়া পরিষদের নেতৃত্বে ফারুকুজ্জামান ও রফিকুল

খুলনা মহানগর বিএনপির কাউন্সিল: সভাপতি মনা, সম্পাদক তুহিন