Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মহেশপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে শাহজাহান মণ্ডল ওরফে শাজাহান ফকির (৬০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলে মাঠপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

শাহজাহানের স্ত্রী নিমি বেগম বলেন, ‘আমার স্বামী তরিকাপন্থী লোক হওয়ায় মাঝেমধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তাঁর কাছে আসত। গতকাল রাতে দুজন লোক এসেছিল। রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে ঘরের জানালা ভেঙে বের হয়ে প্রতিবেশীকে বিষয়টা জানাই।’

স্থানীয়রা জানায়, শাহজাহান মণ্ডল ছিলেন ফকির আল চিশতিয়া নিজামীর অনুসারী। দুজন লোকের সঙ্গে টাকা নিয়ে তাঁর বিরোধ থাকতে পারে। এর জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে শোয়ার ঘর থেকে শাজাহান ফকিরের গলাকাটা লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ উদ্‌ঘাটনসহ জড়িতদের আটক করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

নানা সংকটে জর্জরিত মুরগি উন্নয়ন খামার

ফুটবলার থেকে চরমপন্থী নেতা

‘বন্দুকযুদ্ধের’ নামে ব্যবসায়ীকে হত্যা: সাতক্ষীরার সাবেক এসপিসহ ৭ জনের নামে মামলা

ননদ-ভাবির দ্বন্দ্বে ক্লিনিকে তালা

ইবিতে জিয়া পরিষদের নেতৃত্বে ফারুকুজ্জামান ও রফিকুল

খুলনা মহানগর বিএনপির কাউন্সিল: সভাপতি মনা, সম্পাদক তুহিন

নামডাকওয়ালা ফুটবলার থেকে হানিফের চরমপন্থী নেতা হয়ে ওঠা

ঝিনাইদহে ট্রিপল মার্ডার: ৩ দিন পর থানায় মামলা, আসামি অজ্ঞাত

বিএনপির দিকে দেশবাসী তাকিয়ে আছে: তারেক রহমান

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর, আহত ১