সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমানে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেককে (৬৫) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত আফতাবউদ্দিন সানার ছেলে।
ধলবাড়িয়া গ্রামের জামালউদ্দিন জানান, শুক্রবার স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে দুপুরে ঈদগাহের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় একদল পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, মুহাদ্দিস আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।