নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে রাজিয়া নামে দুই বছরের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ঈশানগাতি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাজিয়া লোহাগড়ার ঈশানগাতী গ্রামের মো. রাজু শেখের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রাজিয়া বাড়ির পূর্বপাশে মাছের ঘেরের পাড়ে খেলা করছিল। এ সময় শিশুটির মা বাড়িতে কাজ করছিলেন। পরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ঘেরের পানিতে রাজিয়ার মরদেহ দেখতে পেয়ে তাঁর মা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
শিশুটির এক আত্মীয় দলেন, এ ঘটনায় কোনো অপমৃত্যুর মামলা করা হয়নি।