হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

টাকার অভাবে দেরিতে এল অ্যাম্বুলেন্স, রক্তবমিতে দিনমজুরের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে যান পিয়ারুল ইসলাম (২৩) নামের এক দিনমজুর। পরে গিয়ে গুরুতর জখম হন এবং পা ভেঙে যায় তাঁর। এ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চার দিন চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার রাতে মারা যান পিয়ারুল।

নিহত পিয়ারুল ইসলাম জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের হঠাৎপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। পিয়ারুলের ৮ মাস বয়সী এক সন্তান রয়েছে।

পিয়ারুলের দুলাভাই জহুরুল ইসলাম বলেন, ‘শনিবার ভোরে পিয়ারুল পাশের গ্রামে একটি গাছে উঠে মধুর চাক ভাঙার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়। তাঁর একটি পা ভেঙে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকেরা গত শনিবার থেকে যথাসাধ্য চিকিৎসা দিলেও গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পিয়ারুলের অবস্থার অবনতি হয়। তাঁর মুখ দিয়ে রক্ত-বমি হতে থাকে। এ অবস্থায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।’ 

জহুরুল ইসলাম আরও বলেন, ‘পিয়ারুল দিনমজুরের কাজ করে। তাঁর বাবা এবং আমরা সবাই গরিব। পিয়ারুলকে বাইরের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোগাড় করতে অনেক দেরি হয়ে যায়। সবশেষে যখন অ্যাম্বুলেন্স ঠিক হয় তখন রাত পৌনে ১২ টা। এর মধ্যে মারা যায় পিয়ারুল।’ 

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের