Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০ 

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০ 

খুলনার সাতক্ষীরা মহাসড়কে বাস-মোটরসাইকেল ও ভ্যানগাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় ভ্যানযাত্রী ডুমুরিয়া সদরের গোলনা গ্রামের দিনমজুর আব্দুল খালেক গাজী (৬৫) এবং সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী গ্রামের বাসিন্দা মোটরসাইকেল আরোহী এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির প্রতিনিধি আলী ওসমান (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় বাস ও ভ্যানের যাত্রী ডুমুরিয়া সদরের আরিফা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মাওয়া (৪), কাওছার আলী শেখ (৫০), আব্দুল গফুর (৬৫), অশোক রঞ্জন সরদার (৫৩), লিয়াকত বিশ্বাস (৫০), আফছানা (১৮), মিজানুর রহমান (৬৫) আশরাফ আলী শেখ (৩৩), উত্তম কুমার দাস (৩০), সালাম বিশ্বাস (৫২) ও তাসমিদ (৪৩) আহত হন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যান ও একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুল খালেক গাজী ও মোটরসাইকেল আরোহী আলী ওসমান নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বাস ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ