নড়াইলের কালিয়ায় ড্রেজার দুর্ঘটনায় জিহাদ সরদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ সরদার উপজেলার বিঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাসান সরদার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জিহাদ সরদার বালুশ্রমিকের কাজ করত। রোববার বিকেলের দিকে বালু আনলোডের সময় ইঞ্জিনের ফিতা ছিঁড়ে জিহাদের মাথায় ও শরীরে আঘাত লাগে। এ সময় সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের দাফন শেষ হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।