হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি

গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। গতকাল রোববার বিকেলে উপজেলার তিরাইল কুঠিপাড়ায় তারা এ মানববন্ধন করেন। মহামারি করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছে বলে দাবি অভিভাবকদের।

মানববন্ধনে ইমাম আবুল কালাম আজাদ বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলতে খেলতে কিশোরদের মেধার বিকাশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই গেমে তারা এতই আসক্ত হয়ে পড়েছে যে, তাদের এই খেলা থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই গেম বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অংশ নেওয়া শফিক হোসেন বলেন, করোনা থেকে এখন মারাত্মক হয়ে দাঁড়িয়েছে ফ্রি ফায়ার ও পাবজি গেম। এই খেলা শিক্ষার্থীদের মেধা অকেজো করে ফেলছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অভিভাবকেরা। অনলাইনে ক্লাস করার নামে বাবা-মার কাছ থেকে জোর করে মোবাইল আদায় করে ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলেছেন শিক্ষার্থীরা। আর মোবাইল না দিলেই ঘটছে অঘটন। আবার কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। তাই অনতিবিলম্বে এই গেম বন্ধ না করলে আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে।

এ বিষয়ে শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, অনেক স্কুলগামী শিক্ষার্থী ইতিমধ্যে ঝরে পড়েছে। এর জন্য ফ্রি ফায়ার ও পাবজি গেম অনেকটাই দায়ী। এই গেম বন্ধ করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসার আহ্বান করছি। লেখাপড়ার চাপ তাদের এ খেলা থেকে ফিরিয়ে আনবে বলে আমি মনে করি।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভিভাবকেরা।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের