যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী শাহারুল ইসলাম বিপুল ভোটে জয়ী হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় ভোটগ্রহণের পর রিটার্নিং কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী তাকে বিজয়ী ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে নৌকার প্রার্থী শাহারুল ইসলাম ৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী শহীদুজ্জামান শহীদ পাঁচ হাজার ৮৪ ও চশমা মার্কার প্রার্থী আসাদুজ্জামান খোকন ৩ হাজার ১৮ ভোট পেয়েছেন।