হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে আল মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান। 

তিনি বলেন, গত ৩০ জুলাই দুপুরে আল-মদিনা হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে একটি নবজাতক ছেলে সন্তানের মৃত্যু হয়। নবজাতকটির ফুপু জেসমিন খাতুন একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তদন্ত কমিটির তিন সদস্য হলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়ার কনসালট্যান্ট (শিশু) জসীম উদ্দীনকে সভাপতি করে চিকিৎসক কর্মকর্তা খন্দকার মামুন অর রশিদ ও জুনিয়ার কনসালট্যান্ট (এ্যানেস) মো. দিদার এ ইলাহী ইমু। 

তিনি আরও বলেন, এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত করার পরেই বলা যাবে মৃত্যুর সঠিক কারণ। 

উপজেলার বুইকারি গ্রামের জেসমিন খাতুন বলেন, গত ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে আল মদিনা হাসপাতালে ভাবিকে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ানে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এ সময় মা ও নবজাতক শিশু সুস্থ থাকে। শুক্রবার সকালে নবজাতক শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন হাসপাতালের নার্সদের ডাকলে তারা কেউ আসেনি। তাদের গাফিলতির কারণে এই শিশুটির মৃত্যু হয়েছে। 

আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের মালিক নাজমুল হুদা বলেন, ‘আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। রোগীর পরিবার আমার পূর্ব পরিচিত। আমি রোগীর পরিবারকে বলেছিলাম রোগীর অবস্থা ভালো না আপনারা অন্য কোথাও নিয়ে যান। কিন্তু তারা আমার হাসপাতালে রোগীর চিকিৎসা করাবেন বলে জানান। আমি রোগীর চিকিৎসা করতে কোনো গাফিলতি করি নাই।’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন