Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ডাকাত সন্দেহে ধাওয়া, আটকের পর উদ্ধার ব্যাগভর্তি গাঁজা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

ডাকাত সন্দেহে ধাওয়া, আটকের পর উদ্ধার ব্যাগভর্তি গাঁজা

যশোর মনিরামপুরে পুলিশ দেখে পালানোর সময় ডাকাত সন্দেহে হুমায়ুন কবির (২৮) নামে এক যুবককে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয়রা। পরে সেই যুবকের কাছ থেকে স্কুলব্যাগে ভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। আজ রোববার তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার জলকর রোহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম হুমায়ুন কবির (২৮)। তিনি খুলনার গল্লামারী এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাঁর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান বলেন, ‘শুক্রবার রাতে ইউনিয়নের জলকর রোহিতায় ও কোদলাপাড়া গ্রামে ডাকাত হানা দেয়। জলকর রোহিতায় তারা সুবিধা করতে না পারলেও কোদলাপাড়া গ্রামে মেঘনা বেকারির মালিকের বাড়ি লুট করে ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’

ইউপি সদস্য আরও বলেন, ‘এ জন্য শনিবার সকাল থেকে এলাকায় পুলিশের সতর্ক অবস্থান ছিল। এদিন সন্ধ্যার পর থানার ওসি মনিরুজ্জামানসহ পুলিশ জলকর রোহিতায় আসেন। গ্রামের আব্দুল কাদেরের দোকানের সামনে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের ওপর জিপ দাঁড় করিয়ে পাশে অবস্থান করছিলেন ওসি। এরপর রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে ঝিকরগাছার দিক থেকে আসছিলেন দুই যুবক। হেডলাইটের আলোয় পুলিশের গাড়ি দেখে ১৫-২০ গজ দূরে মোটরসাইকেল থামিয়ে তাঁদের একজন মাঠের দিকে দৌড় দেন। অন্যজন মোটরসাইকেল ঘুরিয়ে পেছনে হটেন।’

ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, ‘এ সময় দোকানে বসে থাকা লোকজন ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে পালানোর চেষ্টা করা ওই যুবককে ধরে ফেলেন। ধরার পর তাঁর কাছে একটি স্কুলব্যাগ পাওয়া যায়। ব্যাগসহ তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা পাওয়া গেছে। তাঁরা দুজন গাঁজা নিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।’

এ ঘটনায় মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, ‘ওই যুবকের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাঁকে আজ (রোববার) আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।’

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

ভ্রমণ কর জালিয়াতি, বেনাপোল বন্দরে আটক ৬ ভারতীয়