হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে ‘আনসার আল ইসলামের’ সদস্য সন্দেহে আটক ৫ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট থেকে হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর পাঁচ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত নোট বই ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মামলা দায়ের করে তাদের মোল্লাহাট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না। গতকাল বুধবার রাতে মোল্লাহাট উপজেলা থেকে তাঁদের আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন—পিরোজপুর জেলার মৃত কামাল গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জের গাউছ মোল্লার ছেলে মো. আকাশ ওরফে আব্দুল্লাহ (২৩), মোহাম্মদ জাকির ফকিরের ছেলে তাজিমুদ্দিন ওরফে জসীমউদ্দীন (২১), সৈয়দ আহাদুজ্জামানের ছেলে মো. রিপন (২০) এবং মাদারীপুর জেলার মতিউর রহমানের ছেলে ইসমাইল হাসান অনিক (২০)। 

র‍্যাব বলছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্য অনুযায়ী র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-৬ অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর পাঁচ সদস্যকে আটক করেছে। 

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ওই সংগঠনের সদস্য বলে স্বীকার করেছেন। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের এই জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গজনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে ওই সংগঠনে যোগদান করেন। পরবর্তীতে তাঁরা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন। 

আটককৃতদের মধ্যে তরিকুল ও তাজিমুদ্দিন গোপালগঞ্জের স্থানীয় দুটি মাদ্রাসায় ইমামতি করতেন। ইসমাইল গোপালগঞ্জের একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন। তিনি তরিকুলের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এ সংগঠনে যোগদান করেন। তরিকুল, আব্দুল্লাহ ও তাজিমুদ্দিন ২০২১ সালে ‘আনসার আল ইসলাম’ এ যোগদান করেন। রিপন ২০২২ সালে আব্দুল্লাহর মাধ্যমে আনসার আল ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করে। আব্দুল্লাহ বাগেরহাটের একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন বলেও জানিয়েছে র‍্যাব।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন