Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাঁশবাগানে নারীর গলাকাটা মরদেহ, সাবেক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

বাঁশবাগানে নারীর গলাকাটা মরদেহ, সাবেক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় নিখোঁজের দুদিন পর এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের কামালনগর এলাকায় একটি বাঁশবাগানে গলিত এই মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

পরিবারের সদস্যের দাবি, ওই নারীকে তাঁর সাবেক স্বামী প্রতিশোধ নিতে হত্যা করেছে।

নিহত তাসলিমা খাতুন (২৫) শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের মেয়ে।

নিহতের মা আয়েশা খাতুন জানান, আয়েশা খাতুন গত ১১ দিন আগে মাকসুদুল হক সোহানকে তালাক দেয়। এরপর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিত। গত সোমবার সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়।

এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর আজ বুধবার বিকেলে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, তালাক দেওয়ার প্রতিশোধ নিতে তাসলিমাকে হত্যার পর লাশটি বাঁশবাগানে ফেলে রাখা হয়।

সাতক্ষীরা সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকসুদুল হক সোহান পলাতক আছে। এ ঘটনায় তদন্ত চলছে।

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিন সুপারিশ

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবি

বালুভর্তি বস্তার নিচে মিলল শিশুর লাশ

বাগেরহাটে রমজানে বেগুনে আগুন, ছোলা-খেজুর-চিনিতে স্বস্তি

খুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মা

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান