Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না: অ্যাটর্নি জেনারেল
ঝিনাইদহের শৈলকুপায় ইফতার মাহফিলে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান । ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তাঁর নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছেন। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের অনেক নেতা বুভুক্ষু অবস্থায় থেকেছে। আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।’

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ ইফতার মাহফিলের আয়োজন করে।

এতে বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। কামাল মজুমদার নাকি বলেছেন, “আমি আর জীবনে আওয়ামী লীগ করব না।” এমন অনেক নেতাই বলা শুরু করেছে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি করতে দেব না। এই বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবে না। কেউ আর নিজের ভোট দিতে গিয়ে আতঙ্কগ্রস্ত থাকবে না। এটা আমাদের অঙ্গীকার। এসব অঙ্গীকার বাস্তবায়ন করতে আপনাদের পাশে চেয়েছি, আপনাদের সহযোগিতা চেয়েছি। যেকোনো সংগ্রামে আমি আপনাদের পাশে থাকব।’

মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, কারণ জানতে তদন্ত কমিটি

৫০% নলকূপেই আর্সেনিক

সুন্দরবন পুড়ছে, পানি ছিটানো হবে কাল সকাল থেকে

লবণাক্ত পানিতে জরায়ু সংক্রমণ বেড়েছে উপকূলের নারীদের

সাতক্ষীরায় দুটি নতুন পানি শোধনাগার প্ল্যান্ট উদ্বোধন

আগুনে পুড়ে ছাই রহিম ও লিপির শেষ সম্বল

রাস্তা নিয়ে চাচা-ভাতিজার বিরোধ, সংঘর্ষে আহত ১৫

‘প্রতি ১০ শিশুর ৯টিই শারীরিক শাস্তি বা মানসিক আগ্রাসনের শিকার’

পিস্তল, গুলিসহ ‘সন্ত্রাসী’ হাসান হাওলাদার গ্রেপ্তার