বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার উপজেলার দাউদখালী নদীর গোবিন্দপুর মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে খুলনা ও রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ শিশু রামপালের গোবিন্দপুর মালোপাড়া গ্রামের রতন সরকারের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার আবু জাফর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। আশা করি, আমরা শিশুটির সন্ধান পাব।’