সাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
গতকাল রোববার সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্যামসাং ব্রান্ডের মোবাইল ফোন ফেরত পেয়ে উচ্ছ্বসিত জেলার সুলতানপুর এলাকার রায়হান সিদ্দিকী। তিনি বলেন, ‘দুই মাস আগে মোবাইল ফোনটি হারিয়ে যায়। আজ ফেরত পেয়ে খুব ভালো লাগছে।’