হোম > সারা দেশ > খুলনা

যশোরে পূর্বশত্রুতার জেরে ৩ স্কুলছাত্রকে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি

পূর্বশত্রুতার জেরে যশোর জিলা স্কুলের সামনে তিন ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা যশোর সদর হাসপাতালে ভর্তি করেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা হলো জিলা স্কুলের দশম শ্রেণির শিহাব আহমেদ, রাফি চৌধুরী ও বাদশা ফয়সাল স্কুলের দশম শ্রেণির সবুজ হোসেন। 

আহত রাফি জানায়, জিলা স্কুলে তাদের পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে বেলা দেড়টার দিকে স্কুলের সামনে আসলে তাসিম, বাহারিয়া, ইয়ামো, সিয়ামসহ অজ্ঞাত সাত-আটজন তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে কয়েকজন আহত হয়। 

অপর আহত বাদশা ফয়সাল স্কুলের সবুজ জানায়, তারও পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে জিলা স্কুলের সামনে গেলে তাকে ছুরিকাঘাত করে ওই স্কুলের শিক্ষার্থীরা। তবে তার ওপর কী কারণে হামলা চালানো হয়েছে, সেটা সে পরিষ্কার নয়। 

এ বিষয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বশত্রুতার কারণে বহিরাগত ছাত্রদের হামলায় স্কুলের তিন ছাত্র আহত হয়েছে। রাফি চৌধুরী নানা ধরনের অপরাধের কারণে এর আগে কিশোর সংশোধনী কেন্দ্রে ছিল। তার স্কুলে আসা নিষেধ ছিল। পরিবারের অনুরোধে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বিষয়টি থানা–পুলিশকে অবগত করা হয়েছে।’ 

যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান চলছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন