Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

জীবননগরে রেললাইনে ফাটল, দুর্ঘটনা থেকে রক্ষা ট্রেনযাত্রীদের

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

জীবননগরে রেললাইনে ফাটল, দুর্ঘটনা থেকে রক্ষা ট্রেনযাত্রীদের
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ঘোড়ামারা এলাকায় আজ রোববার বিকেলে রেললাইনে ফাটল দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে রেললাইনের জোড়ায় ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের ওপর দিয়ে দ্রুতগতিতে ট্রেন চলাচল করলে বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে দ্রুত রেল কর্তৃপক্ষকে জানান। কর্মীরা এসে রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে লাল নিশানা টানিয়ে দিলে দুর্ঘটনা থেকে রক্ষা পান খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনের যাত্রীরা।

আজ রোববার বিকেলে উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেটের কাছে রেললাইনের জোড়ার মুখে এই ফাটল দেখা দেয়। এতে মহানন্দা ট্রেনটি কিছু সময় আটকে ছিল। কিছু সময় পর ধীরগতিতে ট্রেনটি ফাটলের স্থান অতিক্রম করে। পরে রেলকর্মীরা এসে রেললাইন মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উথলী রেলগেটের গেটম্যান রায়হান আলী জানান, রেলগেটের নিকট রেললাইনের জোড়ার মুখে এই ফাটল দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বিষয়টি জানালে দ্রুত জোড়া খুলে যাওয়ার স্থানে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেওয়া হয়। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরে ধীরগতিতে চলাচল করতে থাকে।

আজ রোববার বিকেলে জীবননগরের উথলী ঘোড়ামারা এলাকায় ফাটল দেখা দেওয়া রেললাইনে লাল নিশানা টানিয়ে দেন রেলকর্মীরা। ছবি: আজকের পত্রিকা
আজ রোববার বিকেলে জীবননগরের উথলী ঘোড়ামারা এলাকায় ফাটল দেখা দেওয়া রেললাইনে লাল নিশানা টানিয়ে দেন রেলকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জীবননগরের উথলীতে রেললাইনের জোড়ার মুখ খুলে যায়। এ কারণে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল টেনটি ঘটনাস্থলের কাছে দাঁড়িয়েছিল। পরে ধীরগতিতে ট্রেনটি ঘটনাস্থল থেকে যাত্রা করে। কর্মীরা গিয়ে ফাটল মেরামত করলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সুন্দরবনের দুই এলাকায় পুড়েছে সাড়ে ৫ একর বনভূমি

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

চাঁদা তুলতে তুলতেই রাস্তায় ঢলে পড়ল হাতি, ভ্যানচালক হাসপাতালে

ঈদে পাতে মাংস নিশ্চিতে অভিনব উদ্যোগ, গাংনীতে জনপ্রিয় হয়ে উঠেছে মাংস সমিতি

খুবির নির্মাণাধীন ভবনের রড চুরি, আটক ১

মহেশপুরে ‘স্বর্ণ পাচার চক্রের বিরোধে’ গুলি, আহত ১

সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

বিএনপি নেতার বাড়িতে মিলল বিদেশি পিস্তল ও গুলি, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবি নিসচার