হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে ট্রলির চাপায় কিশোর নিহত

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে বালুভর্তি ট্রলির চাপায় জিম বাবু (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে জীরনগাছা-দক্ষিণ শ্রীপুর সড়কের জীরনগাছা মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জিম গতকাল শনিবার উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। পরে রোববার সকালে বাজার করার উদ্দেশ্যে তার নানার সঙ্গে জীরনগাছা বাজারের যায়। সেখান থেকে সাইকেলে নানার বাড়ি ফেরার পথে মোড়ে সাইকেলে হাওয়া দেওয়ার সময় অপর দিক থেকে আসা বালুবোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রলির চাকার তলায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে বালুবোঝায় ট্রলি ভাঙচুর করে এবং ট্রলির হেলপারকে আটকে রেখে থানায় খবর দেয়। চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।

থানার ওসি মামুন রহমান বলেন, থানার উপপরিদর্শক বুলবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। লাশ ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন