Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দলীয় কোন্দলের জের, ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি

দলীয় কোন্দলের জের, ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদরের সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যুবলীগ নেতা এনামুল হক এনামকে (৪২) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সে সুরাট গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে এবং সুরাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর থানা যুবলীগের সদস্য আশরাফ হোসেন এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য কবির হোসেন জোয়ারদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে বিকেলে সুরাট বাজার থেকে বাড়ি ফেরার পথে আশরাফ হোসেনের সমর্থক এনামুল হক এনাম সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে প্রতিপক্ষের সমর্থকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সে সময় স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল বলেন, ‘এনামুল হকের ঘাড়, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধের দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও

ঘুষি মেরে ট্রাফিক পুলিশের নাক ফাটানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

সুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

কমিশন বাড়ানোর দাবিতে কুয়েটের দুই প্রকৌশলীকে মারধরের হুমকি ঠিকাদার বিএনপি নেতার

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার