কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও দশজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয়জন করোনা পজিটিভ ছিলেন এবং একজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবদুল মোমেন এসব তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘণ্টায় আরও ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গতদিনের চেয়ে শনাক্তের হার ৩ বেড়ে ২৯.৩৯ শতাংশ হয়েছে।
গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা পজিটিভ ৮৪ জনের মৃত্যু হয়েছে। এই ৭ দিনে জেলায় ১৬শ ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ৩৫৯ জনের মৃত্যু হলো। আজ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
তত্ত্বাবধায়ক ডাক্তার আবদুল মোমেন জানান, ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন প্রায় ৩০০ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১৯২ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হাসপাতালের প্রায় সব বেডে সেন্ট্রাল অক্সিজেন নিশ্চিত করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়েই চলছে।
এদিকে, দায়িত্বে অবহেলা নজরদারি করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া রোগী মৃত্যুর বিষয়টিও নজরদারি করা হচ্ছে।
এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না।