শেখ হাসিনার বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১৬: ২৫

আওয়ামী ফ্যাসিবাদের প্রতি বিপ্লবের ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার দুপুরে ‘রেজিস্ট্যান্স উইক’-এর কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। 

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘোরে। এ সময় শিক্ষার্থীরা, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, স্বৈরাচারীর ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগান দেন।

আজ দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শেখপাড়া বাজার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসে। পরে সেখানেই সমাবেশ হয়। ছাত্র সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সাদিয়া মিম ও আব্দুল্লাহ আল নোমান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘যড়যন্ত্রকারীরা ১৫ আগস্টে টার্গেট নিয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চায়। এ বিজয় শুধু ছাত্রদের নয়, এ বিজয় ছাত্র-জনতার। এখনো পরাজিত শক্তি নতুন স্বাধীনতাকে ধূলিসাৎ করার পাঁয়তারা করছে। আমাদের লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। এ লড়াই চলবে।’

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর গ্রেপ্তার সাবেক নেতা

নিপোর্ট মনিরামপুর: নানা খাতে টাকা লোপাট নামমাত্র মাঠ প্রশিক্ষণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত

শুধু সংরক্ষণব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষি বিপণনের ডিজি