Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে ঘন কুয়াশায় দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে ঘন কুয়াশায় দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

মেহেরপুরের গাংনীতে চাঁদর বিছিয়েছে ঘন কুয়াশা। সকালে রাস্তা ঢেকে গেছে কুয়াশায়। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতা উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন শ্রমজীবীরা। 

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল শতভাগ। 

স্থানীয়রা জানান, ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। রাস্তাগুলো যেন দেখাই যাচ্ছে না। তার পরেও যানবাহন ছুটে চলছে। রাস্তায় বের হতে ভয় লাগে—কখন ঘটে দুর্ঘটনা। 

অটোচালক নজরুল ইসলাম বলেন, ‘ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাগুলো। তার পরেও পেটের তাগিদে বের হতে হয়। অনেক আস্তে আস্তে গাড়ি চালায়, তার পরও ভয় লাগে।’ 

আরেক চালক মো. জাফার আলী বলেন, ‘আমরা ভাটায় ইটের ভাড়ায় খাটি। আমাদের খুব ভোরে চলে যেতে হয়। কুয়াশার কারণে খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হয়।’ 

ট্রাকচালক মো. স্বপন আলী বলেন, ‘কুয়াশায় গাড়ি চালাতে গিয়ে অনেক কষ্ট হয়। সামনে লাইট জ্বলে ,তার পরেও পথ পরিষ্কার দেখা যায় না। চরম ঝুঁকি নিয়ে রাস্তা চলি। সামনে কত দুর্ঘটনা দেখেছি। দুর্ঘটনার কথা মনে পড়লেই ভয়ে জান আঁতকে ওঠে। বলা যায় গাড়ির চোখ দিয়ে আমাদের পথ চলতে হয়।’ 

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক তাহমিনা নাসরিন বলেন, এই আবহাওয়া আরও দুই দিন থাকতে পারে।

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

উদীচীর সম্মেলনে বোমা হামলা: ২৬ বছরেও বিচার পাননি নিহতদের স্বজনেরা

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি