Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে বাইকের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে বাইকের ধাক্কা, নিহত ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরে গতকাল শনিবার রাতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তুপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত যুবকেরা হলেন পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) ও সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নাহিদ ও সুইট মোটরসাইকেলযোগে উপজেলার রঘুনাথপুর থেকে পুরাতন বাস্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘প্রথমে দুর্ঘটনাটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে ঘটেছে বলে ধারণা করা হয়। তবে তদন্তে জানা গেছে, সেখানে রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এই প্রাণহানির ঘটনা ঘটে। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালীগঞ্জে পেটে রড ঢুকিয়ে যুবককে হত্যা, রক্ষা করতে এসে শ্বশুর আহত

খুলনায় পাউবোর বাঁধ ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত

নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, গ্রেপ্তার ২

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন: দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক নেতা গ্রেপ্তার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরামপুরের সাবেক ইউপি সদস্য নিহত

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার

ঈদের দিন ‘মদ্যপানে’ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯

কুষ্টিয়ায় ১২ ঘণ্টায় সড়কে ঝরল মামা-ভাগনেসহ ৪ প্রাণ