হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় বাঁওড় থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ, তদন্তের নির্দেশ

­যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়। ছবি: আজকের পত্রিকা

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর বাঁওড় থেকে গত চার মাসে কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

গত ১৪ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-১ শাখার উপসচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে তদন্তের নির্দেশনা দেওয়া হয়।

ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত ২০ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে ‘চৌগাছার বল্লভপুর বাঁওড় থেকে চার মাসে কোটি টাকার মাছ লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই অবস্থায় প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া গেলে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি-২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড় জলমহালটি ইজারা নিয়ে মাছ চাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নেওয়া এই বাঁওড়টির মাছ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির একাংশের নেতা-কর্মীরা গত ৫ আগস্ট থেকে দখল করে নিয়েছে। তাঁরা টানা চার মাস ধরে প্রায় এক কোটি টাকার মাছ লুট করেছেন।

গত ১২ ডিসেম্বর সমিতির সদস্যরা মাছ ধরতে গেলে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। সশস্ত্র এসব নেতা-কর্মী হিন্দুপাড়ায় মহড়া দিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং মাছ ধরার জাল ও নৌকা কেড়ে নেন। এর ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ সমিতির সদস্যদের।

দুদকের অভিযানে মিলল অভিযোগের সত্যতা

শিল্পকর্মগুলো এখন শুধুই স্মৃতি

যৌক্তিক ভাড়া নির্ধারণ চেয়ে বিক্ষোভ

জামিনে মুক্তি মেলেনি যশোর আ.লীগ সভাপতি মিলনের

বর্ণিল সাজে সাগরদাঁড়ি, কাল শুরু মধুমেলা

ইবি ক্যাম্পাসের প্রধান ফটকে বাস আটকে ভাঙচুর

ফকিরহাটে ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

মানবিক চিকিৎসক হতে চান, দুশ্চিন্তা খরচ নিয়ে

সাতক্ষীরা একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

সেকশন