Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গড়াই নদ থেকে বালু–মাটি তোলায় ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

গড়াই নদ থেকে বালু–মাটি তোলায় ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলায় ভ্রাম্যমাণ আদালতে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাঁওতা এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় কুমারখালী থানা–পুলিশ উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের আমজাদ শেখকে পাঁচ দিন, চর বহলা গ্রামের ছবিদ শেখকে তিন দিন, সাঁওতা গ্রামের রাকিবুল ইসলামকে সাত দিন ও সাঁওতা গ্রামের মো. ছাহিদুলকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদ সংলগ্ন চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু ও মাটি তোলার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

তিনি জানান, অবৈধ বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু