অসুস্থ গরুর মাংস বিক্রি, ৩ কসাইকে জরিমানা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১৭: ১২

চুয়াডাঙ্গায় অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রির করায় তিন কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২ মণের অধিক অস্বাস্থ্যকর মাংস জব্দ করে জনসম্মুখে নষ্ট করা হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘আজ সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ডিঙ্গেদহ বাজারে কিছু কসাই একটি অসুস্থ গরু বাইরে থেকে জবাই করে এনে মাংস বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ডিঙ্গেদহ বাজারে অভিযান পরিচালনা করা হয়।’

ঘটনাস্থলে যাওয়া মাত্র ডালিম মিয়া নামের এক কসাই দৌড়ে পালিয়ে যান। সঙ্গে থাকা অপর দুই কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। সেখানে আরও দেখা যায়, সকালে তারা একটি ভালো গরু জবাই করে সেই মাংস সব বিক্রির পর ওই গরুর মাথা ও জেন্ডার নির্দেশক অন্যান্য অংশগুলি এই অসুস্থ গাভির মাংসের সঙ্গে রেখে উচ্চ মূল্যে এঁড়ে গরুর মাংস বলে বিক্রি করছিলেন। 

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন যে, একটি অসুস্থ গাভি নিজেরাই জবাই করে বিক্রির জন্য নিয়ে এসেছেন। এ অপরাধে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২ মণের অধিক অস্বাস্থ্যকর মাংস জব্দ করে বাজার কমিটির সহায়তায় জনসম্মুখে কেরোসিন তেল দিয়ে ও মাটিতে পুঁতে ফেলে নষ্ট করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আরও বলেন, পূর্বেও তারা এ ধরনের কার্যকলাপ করেছেন। মানুষের খাদ্যদ্রব্যের সঙ্গে প্রতারণা মেনে নেওয়ার মতো না। 

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

নিপোর্ট মনিরামপুর: নানা খাতে টাকা লোপাট নামমাত্র মাঠ প্রশিক্ষণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত

শুধু সংরক্ষণব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষি বিপণনের ডিজি

এবার পৌষ্য কোটা বাতিলের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ