Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

প্রতিনিধি

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

সাতক্ষীরা: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সকাল থেকে সাতক্ষীরায় ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাতক্ষীরা উপকূলীয় এলাকার নদ-নদীর পানি ৫ থেকে ৬ ফুট বৃদ্ধি পেয়েছে। পানির চাপে লেবুনিয়া চেয়ারম্যান বাড়ি চাঁদমুখ ক্লাজবাঁধ নাফিজখাল বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।

উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির কয়েকটি স্থানে বেড়িবাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালি ও মাটির বস্তা দিয়ে তা বন্ধ করতে পেরেছে।

পরিস্থিতি অবনতি হওয়ায় গাবুরা আশ্রয় কেন্দ্রে পাঁচ শতাধিক লোক আশ্রয় নিয়েছে। বহনযোগ্য সম্পদ নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনেকেই প্রস্তুত রয়েছে। উপকূলীয় এলাকা আশাশুনির প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া, খাঁজরা এবং শ্যামনগরের পদ্মপুকুর, গাবুরা, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, কৈখালি, ঈশ্বরীপুর, রমজাননগর, কাশিমারিসহ সুন্দরবন লাগোয়া মুন্সিগঞ্জ হরিনগর এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ এলাকায় তেমন কাউকে আশ্রয় কেন্দ্রে উঠতে দেখা যায়নি।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় জেলায় ১৪৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ১৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে ১৮৩ মেট্রিকটন খাদ্য শস্য; নগদ সহায়তার জন্য রাখা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। এ ছাড়া উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে ৪ হাজার ৮৮ জন সিপিডি স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। রয়েছে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, উপকূলীয় দুই উপজেলায় ৬৫টি মেডিকেল টিম প্রস্তুতি রাখা হয়েছে।

তবে শঙ্কার বিষয় হচ্ছে, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলার বেড়িবাঁধের ৪০টি পয়েন্ট খারাপ অবস্থায় রয়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পেলে এসব স্থানে ভাঙনের ঝুঁকি রয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় ইয়াস দুপুরে দিকে সাতক্ষীরার সুন্দরবন উপকূল অতিক্রম করবে। তখন এটির গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার। তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় বর্তমানে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, দুপুর ১টা নাগাদ ভরা জোয়ার ছিল। সে সময় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট বেশি ছিল পানির উচ্চতা। তবে দুপুরের পর থেকে ভাটার কারণে পানি নামতে শুরু করেছে।

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ