হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

মাগুরার শিশু হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদী সমাবেশ ও গায়েবানা জানাজা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রতিবাদী সমাবেশ ও গায়েবানা জানাজা করে তাঁরা।

প্রতিবাদী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যু আমাদের ব্যথিত করেছে। ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক কোনো শাস্তির রেকর্ড না থাকাটা শিশুটির মৃত্যুর জন্য দায়ী। বিচারহীনতার এই সংস্কৃতি বাংলাদেশে আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না। ধর্ষকদের এমন কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ কাজ করার দুঃসাহস না দেখায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার অন্যতম সহসমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, ‘শিশুটির মৃত্যুর জন্য দায়ী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সরকারের কাছে আমাদের প্রশ্ন, আপনারা করছেনটা কী? আগের সরকারের আমলে না হয় বিভিন্ন কায়দায় ধর্ষকদের বাঁচানো হতো, কিন্তু আপনার কী করছেন?’

তিনি আরও বলেন, ‘আপনারা ২ হাজার শহীদ ভাইবোনের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছেন। মানুষ এখন ওই ছয় মাসের আইনের কথা শুনতে চায় না, মানুষ ধর্ষণের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ধর্ষকের শাস্তি চায়। যদি মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন, তাহলে গদি ছেড়ে দেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। আজ আমার বোনের (শিশুটি) জন্য দাঁড়াতে হয়েছে, কাল আরেকজন বোনের জন্য দাঁড়াতে হবে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ধর্ষণের ঘটনা আর না ঘটে।’

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের