Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

মাগুরার শিশু হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদী সমাবেশ ও গায়েবানা জানাজা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রতিবাদী সমাবেশ ও গায়েবানা জানাজা করে তাঁরা।

প্রতিবাদী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যু আমাদের ব্যথিত করেছে। ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক কোনো শাস্তির রেকর্ড না থাকাটা শিশুটির মৃত্যুর জন্য দায়ী। বিচারহীনতার এই সংস্কৃতি বাংলাদেশে আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না। ধর্ষকদের এমন কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ কাজ করার দুঃসাহস না দেখায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার অন্যতম সহসমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, ‘শিশুটির মৃত্যুর জন্য দায়ী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সরকারের কাছে আমাদের প্রশ্ন, আপনারা করছেনটা কী? আগের সরকারের আমলে না হয় বিভিন্ন কায়দায় ধর্ষকদের বাঁচানো হতো, কিন্তু আপনার কী করছেন?’

তিনি আরও বলেন, ‘আপনারা ২ হাজার শহীদ ভাইবোনের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছেন। মানুষ এখন ওই ছয় মাসের আইনের কথা শুনতে চায় না, মানুষ ধর্ষণের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ধর্ষকের শাস্তি চায়। যদি মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন, তাহলে গদি ছেড়ে দেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। আজ আমার বোনের (শিশুটি) জন্য দাঁড়াতে হয়েছে, কাল আরেকজন বোনের জন্য দাঁড়াতে হবে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ধর্ষণের ঘটনা আর না ঘটে।’

৯০ দিনের ভেতরে বিচার হতে হবে, ৯১ দিন হলে মানা হবে না: শফিকুর রহমান

দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দর্শনায় একের পর এক বোমার মতো বস্তু

সাতক্ষীরায় মাটির দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু

দখলদারদের লোভে খুলনা বিভাগের ৩৭টি নদী সংকটাপন্ন

মাগুরায় ধর্ষণে শিশুর মৃত্যু: দ্বিতীয় দিনেও আসামির বাড়িতে ভাঙচুর, কেটে নেওয়া হচ্ছে গাছ

সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ আটক ১

দৌলতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সড়কে শ্যালোইঞ্জিন যানের মরণফাঁদ

দৌলতপুরে সেনা অভিযানে ভারতীয় পিস্তল উদ্ধার